ঢাবির ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে কিংবা এসএমএসের মাধ্যমে দেখতে পারবেন। ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৬ ডিসেম্বর (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এর আগে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বার্তায় বলা হয়েছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে অথবা ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসন বিন্যাস দেখতে পারবেন।
এর আগের বার্তায় বলা হয়, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) প্রকাশ করা হয়েছে। চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। আর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আইবিএ’র পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৪ ভর্তিচ্ছু। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৪ হাজার ৫৯টি। আসনপ্রতি আবেদন ৩২ দশমিক ৪৩।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আসনপ্রতি আবেদন ৬২ ছাড়াল
এবার ভর্তি পরীক্ষার সর্বশেষ ইউনিটের ফলাফল কত তারিখের মধ্যে প্রকাশ হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইউনিটগুলো আলাদাভাবে তাদের ফলাফল প্রকাশ করবে। প্রতিটির পরীক্ষার এক মাসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত আছে। সর্বশেষ ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বর। সে হিসেবে, ২০ জানুয়ারির মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।’