উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড সরকার, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

থাইল্যান্ড সরকারের স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
থাইল্যান্ড সরকারের স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়েল থাই স্কলারশিপের আওতায় এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এর  লক্ষ্যে হলো উচ্চশিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

সুযোগ-সুবিধা

এ স্কলারশিপের আওতায় পড়ালেখার সম্পূর্ণ খরচ থাইল্যান্ডর সরকার বহন করবে। রয়েল থাই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

*সম্পূর্ণ বিনাবেতনে অধ্যয়নের সুযোগ; 

*আবাসন সুবিধা প্রদান;

*জীবনযাত্রার খরচ প্রদান;

*রেজিস্ট্রেশন ফি প্রদান;

আরও পড়ুন: স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি, জীবযাত্রার খরচসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাডেমিক সিজিপিএ ৩.৫/৪.০ থাকতে হবে;

*পিএইচডির জন্য অবশ্যই স্নাতকোত্তর  ডিগ্রি থাকতে হবে । অ্যাকাডেমিক সিজিপিএ স্নাতক এবং স্নাতকোত্তরে ৩.৫/৪.০ থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ওভারঅল ব্যান্ডস্কোর অন্তত ৬.০ থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*আবেদনকারীর পাসপোর্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র ও মার্কশিট;

*দুইটি রেফারেন্স লেটার;

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;

*রিসার্চ প্রপোজাল;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে সরাসরি আবেদন করতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬।