শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুল হক মনি গ্রেপ্তার

জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুল হক মনি
জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুল হক মনি © সংগৃহীত

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির অভিযোগে শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু।

আরও পড়ুন: এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পাশের মাঠে হেলিকপ্টার মহড়া আজ

পুলিশ সূত্র জানায়, মনি দীর্ঘদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখল বাণিজ্য ও চেক প্রতারণার মাধ্যমে বহু মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন বলে অভিযোগ রয়েছে। সহিংস ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার মনি ডিএমপির সাবেক আলোচিত কমিশনার (২০১৫–২০১৯) এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার হিসেবে পরিচিত। সেই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ ওঠে, যা বর্তমানে তদন্তাধীন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর–১ (সদর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

গ্রেপ্তার মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। পুলিশ জানিয়েছে, যারা মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন তারা থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।