বিপিএল নিলামে ৭০ লাখে লিটন দাস, কী বললেন নিজেই?
- ০২ ডিসেম্বর ২০২৫, ১৯:২৩
১২ বছর পর বিপিএল নিলাম পদ্ধতি ফিরে এসেছে। এবার জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার সরাসরি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করেছেন। ব্যতিক্রম ছিলেন লিটন দাস।
‘এ’ ক্যাটাগরিতে লিটন এবং মোহাম্মদ নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নাঈমের দর বেড়ে ১ কোটি ১০ লাখ হয়ে যায়। রংপুর ফ্র্যাঞ্চাইজিরা লিটনকে ৭০ লাখ টাকায় নিয়েছে। তাওহিদ হৃদয়ও তুলনামূলকভাবে ভালো দাম পেয়েছেন। তাঁকে একই ফ্র্যাঞ্চাইজি ৯২ লাখ টাকায় কিনেছে।
আরও পড়ুন: এক ম্যাচে ৫ ক্যাচ, বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হয়, নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কি না। জবাবে তিনি বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আমি স্রষ্টায় বিশ্বাস করি। যদি কখনো তিনি চান আমাকে বেশি টাকা দেবেন, তিনি এনে দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’
সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নে লিটন চেয়ার ছেড়ে উঠার পর আবারও জিজ্ঞেস করা হয়—কোটিপতি হতে না পারার কোনো আফসোস আছে কি? লিটন হাসিমুখে উত্তর দেন, ‘আমি তো বললাম, স্রষ্টায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’