জাবিতে ভর্তির জন্য ৮ দিনেই সোয়া লাখ আবেদন, বেশি ‘এ’ ইউনিটে
- ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম আট দিনে বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী। সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এদিনে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পন্ন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউননিটে ৩৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ১০ হাজার ৬০০ জন। ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৯০০ জন, ‘সি১’ ইউনিটে ১ হাজার ৪৫০, ‘ডি’ ইউনিটে ৪১ হাজার, ‘ই’ নিউনিটে ৬ হাজার ১৫০ এবং আইবি-জেইউতে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৮৪২ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। সে হিসেবে, এ পর্যন্ত আবেদনকৃত শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী, ইতোমধ্যে আসনপ্রতি প্রায় ৬৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫১ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: ঢাবির আরও তিন ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ
অ্যাকাডেমিক ছুটির দিন ব্যতীত আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আবেদন সম্পন্ন হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানা গেছে।