বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ৪৮ জেলায়, দেবে দৈনিক ভাতা, আবেদন এইচএসসি পাসেই

৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই
৪৮ জেলায় বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে আবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি দেশের ৮ বিভাগের ৪৮ জেলায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করবে। প্রশিক্ষণ পরিচালনায় রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

যে ৪৮ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন—

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর;

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ;

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি,নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া;

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া;

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়;

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার;

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা;

আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন, আবেদন নির্ধারিত ফরমে

সুযোগ-সুবিধা—

*প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি লাগবে না;

*প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন;

*সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা দেবে;

*প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করা হবে;

যেসব বিষয়ে প্রশিক্ষণ—

*কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন;

*ফ্রিল্যান্সিং;

*বেসিক ইংলিশ;

*ডিজিটাল মার্কেটিং;

*সফট স্কিল ট্রেনিং;

*স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ;

*গ্রাফিক ডিজাইন;

*ভিডিও এডিটিং;

আরও পড়ুন: শিক্ষাবৃত্তি দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আবেদন করতে হবে অনলাইনে

অগ্রাধিকার পাবেন যেসব প্রার্থী—

*প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে;

*কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

প্রশিক্ষণার্থীদের জন্য বিশেষ নির্দেশনা—

*আবেদন দাখিলের পর অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে;

*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের আবেদনের সময় পাওয়া অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে;

*নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না;

*লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী ভর্তির ব্যবস্থা করা হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

দরকারি কাগজপত্র—

*জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ;

*সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি;

*অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের সনদ;

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*বয়স ১৮ থেকে ৩৫ বছর হতে হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

গুরুত্বপূর্ণ তারিখ—

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৫;

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: আগামী ২১ ডিসেম্বর ২০২৫;

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: আগামী ২৩ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট