খালেদা জিয়ার অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট হাসিনা সরকার: রাশেদ খাঁন 

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাশেদ খাঁন
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাশেদ খাঁন © টিডিসি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, বেগম খালেদা জিয়া কখনোই শেখ হাসিনার সঙ্গে আপোশ করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপোশ করলে তাকে জেলে যেতে হতো না, অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার। 

রবিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, সৈয়দ মোঃ ইব্রাহিম রওনক প্রমুখ।

রাশেদ খাঁন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা আপোশহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সঙ্গে আপোশ করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপোশ করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার। 

আরও পড়ুন: গবি ছাত্র সংসদের নেতাকে ক্যাম্পাসে হামলা, হাসপাতালে ভর্তি

তিনি আরও বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই। আমার দৃঢ় বিশ্বাস, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।