স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে, আবাসন-মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই
সৌদি আরবে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস। এই স্কলারশিপের কেতাবি নাম কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস স্কলারশিপ ২০২৬। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ জানুয়ারি ২০২৬।

কিং ফাহাদ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দারহামে অবস্থিত আন্তর্জাতিক মানের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসা ও ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো সর্বাধিক সমাদৃত। কিউএস বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থানে রয়েছে। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*মাসিক উপবৃত্তি দেয়া হবে;

*আবাসনের ব্যবস্থা;

*স্বাস্থ্যবিমা;

*পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনা মূল্যে খাবার;

*গবেষণা ও বই প্রকাশের সুযোগ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ চীনে, মাসিক উপবৃত্তি-আবাসনসহ দেবে যেসব সুবিধা

যোগ্যতার মানদণ্ড

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ন্যূনতম ৩ পেতে হবে;

*ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং এবং ইনফরমেশন সিস্টেম ইত্যাদির বাইরে অন্তত একটি কম্পিউটার কোর্স;

*ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬ পেতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ হাঙ্গেরিতে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা

অধ্যয়নের বিষয়

ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য রয়েছে অ্যাকাউন্টেন্সি ও এমবিএ প্রোগ্রাম, আর প্রকৌশল শাখায় রয়েছে অ্যারোস্পেস, আর্কিটেকচারাল, কেমিক্যাল, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস, কনস্ট্রাকশন, ম্যাটেরিয়ালস, পেট্রোলিয়াম, টেলিকমিউনিকেশন এবং সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংসহ বহু সমৃদ্ধ বিষয়। তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত উচ্চতর দক্ষতা অর্জনের জন্য রয়েছে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্কস এবং ইনফরমেশন অ্যাসুরেন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগ। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়েও শিক্ষার্থীরা এখান থেকে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আরও পড়ুন: আইফেল স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ফ্রান্সে, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথি

*পাসপোর্ট;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*তিনটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি);

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট সাইজের ছবি;

*রিসার্চ প্রপোজাল;

*আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জানুয়ারি ২০২৬।