ঢাবি চারুকলার ১৩০ আসনে ভর্তির জন্য পরীক্ষায় বসলেন সাড়ে ৬ হাজার শিক্ষার্থী
- ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এই ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। সে হিসেবে আসনপ্রতি প্রায় ৫০ জন পরীক্ষা দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৬ ভর্তিচ্ছু। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চারুকলায় ১৩০টি আসনের জন্য আসনপ্রতি প্রার্থী ছিল ৫০ দশমিক ১৭ জন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় ১৩০টি আসনের বিপরীতে ৬ হাজার ৫২১ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী আবেদন করেন।
আরও পড়ুন: ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা জানা যাচ্ছে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চারুকলা অনুষদ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।