ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল কবে, যা জানা যাচ্ছে
- ৩০ নভেম্বর ২০২৫, ০৮:০৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ শুক্রবার (২৮ নভেম্বর)। এ পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সভায় বসছেন নীতি-নির্ধারকরা। কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনও কিছু জানানো হয়।
আজ শনিবার (২৯ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল অনেক বিষয়ের ওপর নির্ভর করে। সে কারণে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। বেলা সাড়ে ১২টায় একটি সভা আছে। তারপর এ বিষয়ে বলা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। আসনপ্রতি পরীক্ষায় বসেছেন ৮০ জন ভর্তিচ্ছু। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষা আজ, এক আসনের জন্য ৬৪ জনের লড়াই
এছাড়া, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর (শনিবার), ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর (শনিবার) এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।