শেষ মুহূর্তে দল বাড়ছে বিপিএলে
- ২৫ নভেম্বর ২০২৫, ১৩:৪০
তিন দফা সময় পরিবর্তনের পর অবশেষে আগামী ৩০ নভেম্বর বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। তবে নিলামের আগ মুহূর্তেও বিপিএল ঘিরে চলছে নতুন সব পরিবর্তন। যেখানে শুরুতে পাঁচ দলের টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত যুক্ত হলো আরও একটি দল।
সোমবার (২৪ নভেম্বর) রাতে দেশ ট্রাভেলস মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেস আনুষ্ঠানিকভাবে জায়গা পায় ঘরোয়া এ টুর্নামেন্টে। গণমাধ্যমে দলটির এক কর্মকর্তা জানান, ‘রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে। আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে।’
আরও পড়ুন: দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন মেসির বিশ্বকাপজয়ী সতীর্থ
এদিকে সম্ভাব্য সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, আর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে ফাইনাল। অন্যদিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকানাতেও হয়েছে রদবদল। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস।
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গাল সার্ভিসকে দেওয়া হয়েছে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে।