প্যারোলে মুক্তি পেয়ে শেষবারে বাবার জানাজায় যুবদল নেতা
- ২৫ নভেম্বর ২০২৫, ১০:৩২
রাজবাড়ীতে বাবার মৃত্যুর শেষবার দেখতে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন মো. সাইদুল ইসলাম তাজেল নামে এক যুবদল নেতা। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় তার নিজ বাড়িতে বাবার জানাযায় অংশ নেন। তাজেল রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মমিন মিয়ার ছেলে ও খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুর রহমান জানান, মো. তাজুল ইসলাম অস্ত্র মামলায় কারাগারে থাকা অবস্থায় রবিবার রাত সাড়ে ৯টায় তার বাবার মৃত্য হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিক্রমে পুলিশের সতর্ক পাহারায় তার বাবার জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন : কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
খানখানাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মিঠু বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। রাজনীতি আজ প্রতিহিংসার পরিণত হয়েছে। আমরা তাজেলের নিঃশর্তে মুক্তি চাই।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. তাজুল ইসলাম ও মো. আকাশ মোল্লা নামের দুইজনকে আটক করে যৌথবাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ টি দেশীয় পিন্তল, ৬ রাউন্ড ওয়ান শুটারগানের গুলি, ২ রাউন্ড পিস্তলের বুলেট ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।