খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হওয়ার দৌড়ে কৃষ্ণ নন্দী

কৃষ্ণ নন্দী
কৃষ্ণ নন্দী © সংগৃহীত ছবি

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ব্যাপারে গুঞ্জন উঠেছে কৃষ্ণ নন্দীর নাম ঘিরে। সম্প্রতি জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে দলের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে তিনি খুলনার রাজনীতিতে বেশ আলোচিত হয়ে উঠেছেন। খুলনা শহরের বিভিন্ন এলাকায় তার রাজনৈতিক উপস্থিতি বাঁড়ার সঙ্গে সঙ্গে জামায়াতও তাকে সামনে রেখে কর্মসূচি পরিচালনা করছে।

দলটির একাধিক শীর্ষ নেতা কৃষ্ণ নন্দীর ব্যাপারে ইতিবাচক বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন, কৃষ্ণ নন্দী আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে জামায়াতের চিন্তায় রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় বলেও তারা জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এনটিআরসিএর সভায় যে সিদ্ধান্ত হলো

এদিকে জামায়াতের অভ্যন্তরীণ কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে দলটি প্রার্থী চূড়ান্ত করার আগে অন্য নেতাদের মধ্যে আস্থা ও সমর্থন আদায়ের বিষয়টি। তবে কৃষ্ণ নন্দী ইতোমধ্যে খুলনায় তার রাজনৈতিক শক্তি এবং দলের প্রতি সমর্থন জোরালো করার জন্য মাঠে কাজ শুরু করেছেন। 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কৃষ্ণ নন্দী জানিয়েছেন, তিনি খুলনা-১ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রত্যাশী এবং এ বিষয়ে দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। কৃষ্ণ নন্দী আরও জানান, জামায়াতের হাইকমান্ড তাকে খুলনা-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে গ্রিন সিগন্যাল প্রদান করেছে।

জামায়াতের কেন্দ্রীয় এক নেতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কৃষ্ণ নন্দী আমাদের প্রাথমিক চিন্তায় রয়েছেন এবং দলীয় পর্যায়ে তার প্রার্থী হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, কারণ মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান।