তাইজুলের কাছে রেকর্ড হারিয়ে তাকে ঘিরেই বড় প্রত্যাশা সাকিবের
- ২৩ নভেম্বর ২০২৫, ১১:৪০
বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন তাইজুল ইসলাম। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টে সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। এই মাইলফলক ছুঁতেই সতীর্থদের কাছ থেকে পেয়েছেন অভিনন্দনের ঢল; সাকিব নিজেও শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
টেস্ট শুরুর সময় তাইজুলের ঝুলিতে ছিল ২৪২ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে ব্যবধান কমান। আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি ব্যালবার্নিকে আউট করেই ছুঁয়ে ফেলেন নতুন উচ্চতা। পরে আরও তিন উইকেট যোগ করে তার সংগ্রহ দাঁড়িয়েছে ২৫০–এ।
তাইজুলকে অভিনন্দন জানিয়ে সাকিব লিখেছেন, 'অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।'
এদিকে ২০১৩ সালে মোহাম্মদ রফিককে ছাড়িয়ে দেশের টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে সেই রেকর্ড ছিল তার দখলে। তবে এবার তাকে টপকে শীর্ষে তাইজুল। বর্তমান দলে দুই শ উইকেটের আশপাশেও কেউ নেই; তাই ধারণা করা হচ্ছে, তাইজুলের এই রেকর্ড অনেকদিন অটুটই থাকবে।
আরও পড়ুন : ক্যাম্ফার–নিল জুটি ভাঙলেন মিরাজ
এদিকে শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমও শুভেচ্ছা জানান তাইজুলকে। তিনি লিখেন, 'টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট… অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশা আল্লাহ।'
অন্যদিকে টেস্ট অধিনায়ক শান্ত লিখেছেন, 'টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার জন্য অভিনন্দন তাইজুল ভাই। কী দারুণ ঐতিহাসিক অর্জন! আপনি সব সময় দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, নিজের ভূমিকা নীরবে সততার সঙ্গে নিখুঁতভাবে পালন করেছেন। আমি আপনার জন্য খুব গর্বিত। আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুন।'