দুই সেঞ্চুরিয়ানের দিনে স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

মুশফিকুর রহিম ও লিটন দাস
মুশফিকুর রহিম ও লিটন দাস © ফাইল ছবি

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালটাই যেন রঙিন হলো দুই ব্যাটারের সেঞ্চুরির উৎসবে। মুশফিকুর রহিমের ঐতিহাসিক শতরানের পর নিজের ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন লিটন দাসও। দুজনের ব্যাটেই দাপট দেখায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৮৭ রান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দিনের শুরুতেই ইতিহাস গড়েন মুশফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নাম লিখিয়ে সেই ম্যাচেই তুলে নেন মহামূল্যবান এক সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে মাত্র ১১তম ব্যাটার হিসেবে শততম ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়ে নিজের নাম তোলেন এলিট তালিকায়। 

আরও পড়ুন: শততম টেস্টে মুশফিকের রেকর্ডের হ্যাটট্রিক

২১৩ বল মোকাবিলা করে ১০৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। পরে টাইগারদের রানের চাকাকে আরও গতিশীল করেন লিটন। এগিয়ে যেতে থাকেন তিন অঙ্কের দিকে। অবশেষে ১৫৮তম বলে পৌঁছান কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরিতে। 

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৮৭ রান, লিটন অপরাজিত ১০৩ রানে। অন্যপ্রান্তে ৩০ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মিরাজ।