শততম টেস্ট উদযাপন নিয়ে যা বললেন মুশফিক

শততম টেস্টের আগে সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে মুশফিকুর রহিম
শততম টেস্টের আগে সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে মুশফিকুর রহিম © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যোগ হলো এক নতুন মাইলফলক। লাল-সবুজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট ম্যাচে নাম উঠল মুশফিকুর রহিমের। অবশ্য বাংলাদেশের ক্রিকেটে শুরুর দিককার দিনগুলো থেকেই নির্ভরতার প্রতীক তিনি।  

প্রায় দুই দশকের লম্বা ক্যারিয়ারে ব্যাট হাতে, উইকেটরক্ষক হিসেবে এবং সিনিয়র ক্রিকেটার হিসেবে মুশফিকের ভূমিকা সবসময়ই অনন্য। তবে শততম মাইলফলক ছোঁয়ার ম্যাচে কিছুটা আবেগও ঝরল তার কণ্ঠে।

মুশফিক বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য এক শ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’

আরও পড়ুন: বছরের শেষ ম্যাচও সুখকর হলো না ব্রাজিলের

এদিকে মুশফিকের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিবির বিশেষ আয়োজনে ম্যাচ শুরুর আগে তাকে সম্মাননায় ভরিয়ে দেন সাবেক ও বর্তমান ক্রিকেট ব্যক্তিত্বরা। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মুশির হাতে তুলে দেন বিশেষ স্মারক টেস্ট ক্যাপ। অভিষেক টেস্টেও মুশফিককে প্রথম ক্যাপ পরিয়ে দিয়েছিলেন তিনি।

আরেক সাবেক অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার দেন। এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমূল আবেদীন যৌথভাবে তার হাতে ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি মুশফিককে তার প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষর করা জার্সি উপহার দেন নাজমুল ও হাবিবুল।