মির্জা ফখরুলের বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ স্লোগান, বিএনপি নেতা বহিষ্কার
- ১৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) রাতে জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব কামরুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবিতে পৌর বিএনপির কিছু কর্মীর মিছিল শুরু হয়। এতে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে শিষ্ঠাচার বহির্ভূত কর্মকান্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এ স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক মিডিয়াসহ সব প্রকারের মিডিয়ায় প্রচার ও প্রকাশ হয় এবং স্লোগানের ভিডিওটি জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি লিখিতভাবে কারণ দর্শালেও তা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি।
নেতারা চিঠিতে বলেন, ‘আপনি রাজবাড়ী পৌর বিএনপির একজন দ্বায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লিল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই আপনাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল। এ বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।’
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চার প্লাটফর্মে সক্রিয় আওয়ামীপন্থি শিক্ষকদের নীল দলের কার্যক্রম
জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্ব মহলে সমাদৃত রাজনীতিবিদ। অতি উৎসাহী হয়ে তার নাম উচ্চারণ করে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন আকমল হোসেন চৌধুরী। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হলো।’
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গত ১৬ নভেম্বর বিকেলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এসময় আসলামের অনুসারী আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন।
সে স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে। পরে রবিবার দিবাগত রাতে আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।