বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আলোচনা সভা
আলোচনা সভা © টিডিসি ফটো

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে আজ জয়পুরহাটে সিভিল সার্জন অফিসের উদ্যোগে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সহযোগীতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। র‌্যালিটি জয়পুরহাট সদর ব্র্যাক অফিস থেকে শুরু হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জয়পুরহাট হাসপাতাল হয়ে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন হলরুমে বেলা ১১টার পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। অনুষ্ঠানে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. নুরুল আমিন, জয়পুরহাটের ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, জেলা ব্যাবস্থাপক মো. ফারুক হোসেন (যক্ষ্মা কর্মসূচী), কর্মসূচী সংগঠক মো. নাঈম ইসলামসহ ব্র্যাক ও সিভিল সার্জন অফিসের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সিভিল সার্জন অফিস ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

সভায় বক্তারা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজনীয় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। ডায়াবেটিসকে ‘নীরব ঘাতক’ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, সময়মতো পরীক্ষা ও সচেতনতা বৃদ্ধি করলে এ রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুন: ডায়াবেটিস যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন

র‍্যালি ও আলোচনা সভা শেষে সিভিল সার্জন ডা. আল মামুন জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের মামুদপুর গ্রামের এনসিডি ক্যাম্প (NCD Camp) পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সেবাদান কার্যক্রম প্রত্যক্ষ করেন, স্বাস্থকর্মীর কাছে কর্মসূচীর বিভিন্ন্য বিষয়ে জানতে চান এবং পরামর্শ প্রদান করেন, কর্মসূচী বিষয়ে গর্ভবতী মায়েদের সঙ্গে কথা বলেন এবং পুরো কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

মামুদপুর গ্রামের এনসিডি ক্যাম্প (NCD Camp) পরিদর্শন

অনুষ্ঠানে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। সবাই মিলে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।