আইপিএলে নতুন রূপে পুরোনো ভূমিকায় সাঙ্গাকারা
- ১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৭
আইপিএলের আগামী মৌসুমে নতুন ভূমিকা নিয়ে রাজস্থান রয়্যালসে ফিরছেন কুমার সাঙ্গাকারা। সাবেক শ্রীলঙ্কান অধিনায়ককে দলটির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মৌসুমে দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
এবার রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে প্রধান কোচের দায়িত্বও সামলাবেন। এর আগে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সাঙ্গাকারা রয়্যালসের হেড কোচ ছিলেন। তার কোচিংয়ে দল ২০২২ সালে ফাইনালে উঠেছিল এবং ২০২৪ সালে জায়গা করে নিয়েছিল প্লে-অফে।
দায়িত্ব পাওয়ার পর সাঙ্গাকারা বলেন, 'হেড কোচ হিসেবে ফিরে আসতে পেরে এবং এই প্রতিভাবান দলের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। পাশাপাশি এমন শক্তিশালী কোচিং স্টাফ পাশে পাওয়ায় আমি আনন্দিত। বিক্রম, ট্রেভর, শেন এবং সিড- প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসছেন। আমরা একসঙ্গে খেলোয়াড়দের সর্বোত্তমভাবে প্রস্তুত করার দিকেই মনোযোগ দিচ্ছি।'
রাজস্থানের নতুন কোচিং সেটআপে সহকারী কোচের দায়িত্বে উন্নীত হচ্ছেন বিক্রম রাঠৌর। ব্যাটিং প্রস্তুতি, গেম প্ল্যান তৈরি ও দলের সামগ্রিক উন্নয়নে সাঙ্গাকারার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি। পেস বোলিং কোচ হিসেবে আগের মতোই শেন বন্ড থাকছেন। একইভাবে ট্রেভর পেনি সহকারী কোচ এবং সিড লাহিড়ি পারফরম্যান্স কোচের ভূমিকায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
আরও পড়ুন: রিজওয়ানের অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ পাকিস্তানের
এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মনোজ বাদালে বলেন, 'হেড কোচ হিসেবে সাঙ্গাকারা ফেরায় আমরা আনন্দিত। দলের এই মুহূর্তের প্রয়োজনগুলো মূল্যায়ন করতে গিয়ে আমরা বুঝেছি, স্কোয়াড সম্পর্কে তার পরিচিতি, নেতৃত্বগুণ এবং রয়্যালসের সংস্কৃতি সম্পর্কে গভীর বোঝাপড়া দলকে ধারাবাহিকতা ও স্থিরতার সঠিক ভারসাম্য এনে দেবে।'