সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, কেপিআইসহ নগর জুড়ে কড়া নিরাপত্তা
- আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার
- ১২ নভেম্বর ২০২৫, ২০:০২
কাল ১৩ নভেম্বর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। এই রায়ের তারিখকে কেন্দ্রকরে রাজপথে আইন শৃঙ্খলালা বাহিনী নিরাপত্তায় সক্রিয়। মোতায়েন করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবি, আর্মড পুলিশ ও আনসার সদস্য। তবে এ অবস্থায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া এড়িয়ে চলছেন।
শফিকুল ইসলাম বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করে অপতৎপরতা দমন করা হবে। বুধবার (১২ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অতিরিক্ত কমিশনার বলেন, আমরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। আজকেও প্রায় অর্ধশত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে,পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে। তিনি আরো বলেন, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওইদিনই ঢাকা ও বাংলাদেশে বড়োসড়ো গোলমালের ছক কষছেন নিউ টাউনে পলাতক আওয়ামী লীগ নেতারা।
এর আগেই গত দু-দিন গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজও বাসে আগুনসহ রাজধানী জুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও এসব নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে সরকার।
তবে অনেকটা স্বাভাবিক রয়েছে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। অন্য সময়ের মতো ভিআইপি সড়কে আজও রিকশা চলাচল করতে দেখা গেছে। সড়কে বাস চলাচলও স্বাভাবিক। বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন এবং বুধবার সকালের শুরুতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: উপসচিব পদে পদোন্নতি পেতে শিক্ষা ক্যাডার থেকে আবেদনের আহ্বান মাউশির
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রফিক আহমেদ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট, বাকি দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দুটি বোমা স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তাঘাটে কোনো ব্যক্তি নাশকতা করতে পারেন, এমন সন্দেহ হলেই তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন দেখা গেছে। দুপুরে মহাখালী, গুলশান, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে দেখা গেছে, কিছু চেকপোস্টে গাড়ি তল্লাশি করতেও দেখা গেছে।
১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' ঘিরে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কাল ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচিকে ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের এই কর্মসূচি ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যেই এই আহ্বান। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সংগঠনটির সভাপতি রিফাত রশীদ এই নির্দেশনা জারি করেন।