প্রিটি গ্রুপ পরিদর্শনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল শিক্ষার্থীরা
- ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪৯
সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি দেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রিটি গ্রুপ পরিদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ শিল্প-পরিদর্শনে অংশ নেন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
শিল্প সফরের উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কর্মপরিবেশে প্রয়োগের সুযোগ সৃষ্টি করা। তারা কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন—যেখানে কাঁচামাল থেকে শুরু করে কাটিং, সেলাই, ওয়াশিং, ফিনিশিং এবং প্যাকেজিং পর্যন্ত পুরো উৎপাদন প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন।
সফরে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির আধুনিক যন্ত্রপাতি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, শ্রমিকদের কাজের পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থাও ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। তারা জানতে পারেন, কীভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা হয়।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী বলেন, ‘শ্রেণিকক্ষে যা শিখেছি, এখানে এসে তার বাস্তব রূপ দেখেছি। এটি আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। ভবিষ্যতে কর্মক্ষেত্রে এগুলো অনেক কাজে লাগবে।’
আরও পড়ুন: রাজধানীতে ছাত্রদল নেতার ‘হাত-পা বাঁধা’ লাশ উদ্ধার
এ সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিল্পের বর্তমান অবস্থা, কর্মসংস্থান সম্ভাবনা ও প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন তাঁরা।
শিক্ষকরা জানান, এ ধরনের শিল্প পরিদর্শন শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন, শিল্পের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতের পেশাজীবন গঠনে সহায়ক ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের এ ধরনের বাস্তব অভিজ্ঞতামূলক শিক্ষায় উৎসাহিত করছে।
প্রিটি গ্রুপ বাংলাদেশের তৈরি পোশাক খাতের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যেখানে উন্নত প্রযুক্তি ও মানসম্মত উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।