বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ বিমানবাহিনী, আবেদন শুরু ১১ নভেম্বর
- ১০ নভেম্বর ২০২৫, ১২:২৫
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটি ১০ম গ্রেডে ৩ পদে ১৪ বেসামরিক কর্মকর্তা নিয়োগে ৯ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৪ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমানবাহিনী;
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল);
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড);
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং ডিপ্লোমা ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মেকানিক্যাল, আইটি, যোগাযোগ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন ইত্যাদি কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে, পদ ১০১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
২. পদের নাম: আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড);
আবেদনের যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে;
৩. পদের নাম: নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী);
পদসংখ্যা: ৭টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড);
আবেদনের যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএসহ সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৪ ডিসেম্বর ২০২৫ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা (সার্ভিস চার্জ আলাদা) জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—
/Jobayer/Biman%2010%20(2)%20Final.jpg)
সূত্র: দৈনিক আমার দেশ, ৯ নভেম্বর ২০২৫, পৃষ্ঠা নম্বর ১৩