ইউজিসিতে বসছেন ২৪ উপাচার্য

ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ, ডাক পেয়েছে গুচ্ছের বাইরের যে ৫ বিশ্ববিদ্যালয়

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আজ বসছে ইউজিসি
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আজ বসছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার (১০ নভেম্বর) উপাচার্যদের সঙ্গে সভায় বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ডাকা হয়েছে। তারা গুচ্ছে যুক্ত হবেন কিনা,  সভায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি আবেদন শুরুর তারিখসহ অন্যান্য বিষয়েও আলোচনা করবেন তারা।

গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, বেলা সাড়ে ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে গুচ্ছের বাইরের পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ পাঁচটিসহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হলে আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর সম্ভাবনা রয়েছে। ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে কমিশন ভবনের ষষ্ঠ তলায় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় কমিশনের সদস্য ও সচিবও অংশগ্রহণ করবেন।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএর চিঠি

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।