আন্দোলন সফল করতে ঢাকায় প্রস্তুতি সভা প্রাথমিক শিক্ষকদের, থাকছে যত সংগঠন

তিন দাবিতে শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা
তিন দাবিতে শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা © ফাইল ছবি

১০ম গ্রেডে বেতন দেওয়াসহ তিন দাবিতে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা। এ আন্দোলন সফল করার জন্য বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতারা বুধবার (৫ নভেম্বর) ঢাকায় প্রস্তুতি সভা করেছেন।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাঁচ সংগঠন একযোগে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র ব্যানারে এ আন্দোলনে নামছেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ছয়টি সংগঠন আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সহকারী শিক্ষকদের তিন দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড প্রদান; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

আরও পড়ুন: যে কারণে মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে দেরি

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আন্দোলন সফল করা জন্য শিক্ষক নেতারা ঢাকায় প্রস্তুতি সভা করেছেন। এ কর্মসূচিতে ঐক্য পরিষদও সংহতি জানিয়েছে।’

তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে বার বার আশ্বাস দিয়েছে। কিন্তু দাবি মানার বিষয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে আন্দোলনে অংশ নেবেন।’