মেডিকেল ও ডেন্টাল ভর্তি নিয়ে সভা শুরু হয়নি নির্ধারিত সময়ে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষ © টিডিসি ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় চূড়ান্তকরণণে ডাকা সভা এখনও শুরুই হয়নি। রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পর এ সভা শুরু হওয়ার কথা ছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে (৩৩২ নম্বর রুম) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা ব্যস্ত থাকায় এখনো সভা শুরু করা সম্ভব হয়নি। সভা শুরু হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: রেকর্ড সংখ্যক ফেল করেও এইচএসসিতে খাতা চ্যালেঞ্জের আবেদন এবার কম কেন?

তিনি আরও বলেন, প্রথমে সরকারি মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সরকারি মেডিকেল সংক্রান্ত সভা শেষ হলে বেসরকারি মেডিকেল ভর্তি নিয়ে সভা শুরু হবে।