নিজের উইকেট 'উপহার' দিলেন শান্ত
- ২১ অক্টোবর ২০২৫, ১৫:০০
জোড়া উইকেট হারানোর পর একপ্রান্ত আগলে রেখে দেখেশুনেই খেলছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের ১৮তম ওভারে তিনিও রীতিমতো আত্মহত্যাই করলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৩ হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। সৌম্যর সঙ্গে উইকেটে আছেন অঙ্কন।
নতুন বোলার আলিক অ্যাথানাজকে সামনে পেয়ে বড় শট খেলতে চেয়েছিলেন শান্ত। শর্ট লেন্থের টার্নিং বলটিকে মিড অনের ওপর দিয়ে তুলে দিয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং হয়নি। বল ওঠে গিয়ে কিংয়ের হাতে সহজ ক্যাচে পরিণত হয়।২১ বলে ২ চারে ১৫ রানে ফিরলেন শান্ত।
আরও পড়ুন : মোতির ফাঁদে পা দিয়ে আউট হৃদয়
অবশ্য, আউট হওয়ার পর শান্ত কিছু সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন অবিশ্বাসে মাথায় হাত দিয়ে, যেন বিশ্বাসই করতে পারছিলেন না, এমন শট তিনি খেলেছেন! অ্যাথানাজও নিজের মুখ ঢেকে ফেললেন দুই হাতে, এমনভাবে উইকেট উপহার পেয়ে যাবেন, তা হয়তো কল্পনাও করেননি। ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম আন্তর্জাতিক উইকেট এটি।