মোতির ফাঁদে পা দিয়ে আউট হৃদয়

ক্রিকেটার তাওহীদ হৃদয়
ক্রিকেটার তাওহীদ হৃদয় © টিডিসি ফটো

সাইফ হাসান ফিরে যাওয়ার পর বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ তখন দারুণ ছন্দে, চেজ এবং আকিল হোসেন পরপর একটি করে মেইডেন ওভার করেন। চেজের ওভারে সৌম্য এবং আকিলের ওভারে হৃদয় একেবারেই রান নিতে পারেননি।

তবে অষ্টম ওভারে কিছুটা স্বস্তি ফেরান তাওহীদ। চেজের ওভারের শেষ দুই বলে টানা দুটি বাউন্ডারি মেরে রানের চাকা সচল করেন। এরপর দুই ব্যাটার মিলে দেখেশুনে ১০ ওভার পার করেন, স্কোরবোর্ডে যোগ হয় ৪০ রান, উইকেট পড়ে মাত্র ১টি।

কিন্তু ঠিক পরের ওভারেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। ১১তম ওভারে বোলিংয়ে আসেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি, আর নিজের প্রথম ওভারেই সাফল্য পেয়ে যান। ১৯ বলে ১২ রান করে ফেরেন তাওহীদ হৃদয়।

মূলত হৃদয়ের উইকেটটা ছিল মোতির পরিকল্পিত এক ফাঁদ। বলটি হালকা ফ্লাইট দিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন মোতি। সেই ফাঁদেই পা বাড়িয়ে সাড়া দেন তাওহীদ হৃদয়, চেয়েছিলেন মিড অনের ওপর দিয়ে বড় শট খেলতে। 

আরও পড়ুন : ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ স্পিনার

কিন্তু টাইমিং হয়নি ঠিক মতো। কানায় লেগে বল উড়তে উড়তে চলে যায় পয়েন্টে দাঁড়িয়ে থাকা আকিল হোসেনের হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৯ রান। সৌম্যর সঙ্গে উইকেটে আছেন শান্ত।