স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ফ্রান্সে, আবেদন স্নাতকোত্তরে
- ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৫
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের École Normale Supérieure (ENS)। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় কলা ও মানবিক বিভাগে ৩ ডিসেম্বর এবং বিজ্ঞান বিভাগে ১৫ ডিসেম্বর ২০২৫।
École Normale Supérieure (ENS) হল প্রাক-ডক্টরাল ও ডক্টরাল স্টাডিজ (গ্র্যাজুয়েট স্কুল) এবং সেইসঙ্গে ফ্রান্সের একটি উচ্চস্তরের গবেষণাকেন্দ্র। ইএনএস-এ শিক্ষা ও গবেষণার জন্য পনেরটি বিভাগ রয়েছে, যা মানবিক ও বিজ্ঞানের প্রধান শাখায় বিস্তৃত। ইএনএস প্যারিসের একেবারে কেন্দ্রে, ‘কোয়ার্টিয়ার ল্যাটিন’-এ অবস্থিত। যা বহু শতাব্দী ধরে তার সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কার্যকলাপের জন্য পরিচিত। এটি বসবাস এবং শেখার জন্য একটি চমৎকার জায়গা।
প্রতি বছর, École Normale Supérieure (ENS) স্কলারশিপের আওতায় ২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে (১০ জন) এবং কলা ও মানবিক বিভাগে (১০ জন), বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।
সুযোগ-সুবিধা—
*৩ বছরের জন্য ১০০০ ইউরো মাসিক অনুদান প্রদান করবে;
*ইএনএস-এর ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা করবে;
আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন স্নাতকোত্তরে
আবেদনের যোগ্যতা—
*আবেদনকারীর বয়স ২৬ বছরের কম হতে হবে;
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*নতুন শিক্ষার্থী হতে হবে;
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদন প্রক্রিয়া—
École Normale Supérieure (ENS) স্কলারশিপের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: কলা ও মানবিক বিভাগে ৩ ডিসেম্বর এবং বিজ্ঞান বিভাগে ১৫ ডিসেম্বর ২০২৫।