শাহবাগ ব্লকেড কর্মসূচিতে শিক্ষক নেতার স্ট্রোক
- ১৫ অক্টোবর ২০২৫, ১৫:২৮
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শাহবাগ মোড় ব্লকেডের সময় এক শিক্ষক নেতা স্ট্রোক করেছেন। তাকে ঘটনাস্থলের পাশে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে এ তথ্য জানিয়েছেন। মো. আবুল বাশার নামে এক শিক্ষক মূল পোস্টটি শেয়ার করেছেন।
মো. আবুল বাশার লিখেছেন, ‘বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মতিউর রহমান স্যার শাহবাগ ব্লকেড কর্মসূচিতে স্টোক করে বারডেম হাসপাতালে আছে। সকলের দোয়া চাই।’
আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা
এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগ মোড় অবরোধ করেছেন। এর ফলে শাহবাগ ও আশপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের থামানোর চেষ্টা করে।
শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে দুপুর ২টা ৩ মিনিটে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। বর্তমানে তারা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সেখানে স্লোগান দিচ্ছেন ও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৪০মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।