বেসরকারি পলিটেকনিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তির সময় বাড়ল
- ০৮ অক্টোবর ২০২৫, ২১:২৯
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে ভর্তির আবেদন ও ভর্তির শেষ তারিখ ৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেটি বাড়িয়ে এখন ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: সরকারি পলিটেকনিকে বিভিন্ন কোর্সে ফের ভর্তির সুযোগ
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দেশনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।