বিসিবির বোর্ড মিটিং আজ, আলোচনায় থাকছে যেসব বিষয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড © ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচন সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এবং ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন দায়িত্ব পেয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনীত সদস্যসহ মোট ২৫ জন পরিচালক নিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে দুপুরে শুরু হবে বোর্ড মিটিং।

আরও পড়ুন: বিসিবি পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো সেই আওয়ামী লীগ সদস্যকে

এ বৈঠকে বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য আলোচ্যসূচির মধ্যে নতুন দায়িত্ব বণ্টন, বিভিন্ন কমিটি পুনর্গঠন, আসন্ন ক্রিকেট মৌসুমের পরিকল্পনা, এবং প্রশাসনিক দিকনির্দেশনা নির্ধারণের মতো বিষয় থাকবে। এছাড়া বিপিএল প্রসঙ্গেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।