ইসলামী ব্যাংকে এসআলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
- ০৬ অক্টোবর ২০২৫, ১৬:০৭
আওয়ামী লীগের আমলে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসিতে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগ হওয়া কর্মীদের বাতিল এবং সৎ ও যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জামালপুরের ইসলামপুর ইসলামী ব্যাংক শাখার সামনে গ্রাহক ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এস আলম ইসলামী ব্যাংকে প্রায় ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০-এর বেশি পটিয়া উপজেলার। ফলে দেশের ৬৩ জেলার যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন এবং ব্যাংকের প্রশাসনিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে এস আলমের নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
গ্রাহক আব্দুর রহমান ওমর বলেন, এস আলমের প্রভাবে নিয়োগ পাওয়া কর্মীরা গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করছেন এবং পেশাদার সেবা দিতে ব্যর্থ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনির হোসেনসহ আব্দুর রহিম, ইসমাইল হোসেন লেমন, মাহমুদ ও মনিরুজ্জামান প্রমুখ।