উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে হাঙ্গেরি, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
- ০৪ অক্টোবর ২০২৫, ২২:১৮
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (CEU)। “সিইইউ স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত একটি প্রাইভেট গবেষণা প্রতিষ্ঠান। এর অন্য একটি ক্যাম্পাস হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ বিশ্বসেরা। ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ এবং আংশিক টিউশন ফি প্রদান করবে;
*জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে;
*স্নাতক শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চার হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবে;
*স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০ থেকে ১ হাজার ইউরো ভাতা প্রদান করবে;
*পিএইচডি শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি মাসে ১ হাজার ৮৮০ ইউরো ভাতা প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
আরও পড়ুন: অক্সফোর্ডে বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ, দেবে ক্ল্যারেন্ডন স্কলারশিপ
আবেদনের যোগ্যতা—
*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*স্নাতক প্রোগ্রামের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের সনদ থাকতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রিধারী হতে হবে;
*পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। তবে সর্বশেষ ডিগ্রি ইংরেজিতে সম্পন্ন হলে আইইএলটিএস বা টোয়েফল লাগবে না, তবে ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে;
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে পড়াশোনার সুযোগ অস্ট্রেলিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
প্রয়োজনীয় নথিপত্র—
*আবেদনকারীর পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি;
*অ্যাকাডেমিক সার্টিফিকেট বা ডিগ্রি;
*দুইটি রেফারেন্স লেটার;
*রিসার্চ প্রপোজাল;
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;
*পার্সোনাল স্টেটমেন্ট;
*স্টেটমেন্ট অব পারপাস;
*মেডিকেল সার্টিফিকেট;
*মোটিভেশন লেটার;
*সম্পূর্ণ অনলাইন আবেদন ফরম;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদন প্রক্রিয়া—
আনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়—
*স্নাতক ও স্নাতকোত্তর (রাউন্ড ১): ১৫ অক্টোবর ২০২৫;
*স্নাতক ও স্নাতকোত্তর (রাউন্ড ২): ৪ ফেব্রুয়ারি ২০২৬;
*পিএইচডি প্রোগ্রাম: ৪ ফেব্রুয়ারি ২০২৬।