শিক্ষার্থী সংখ্যায় শীর্ষে ২০-এ যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

দেশে বর্তমানে অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। এর মধ্যে এরমধ্যে জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বাদে ৫০টি উচ্চশিক্ষালয়ে সব মিলিয়ে শিক্ষার্থী দুই লাখ ৯৬ হাজার ৬৯৬  জন। তার মধ্যে ছাত্র ২ লাখ ৫ হাজার ৪৩০ জন এবং ছাত্রী ৯১ হাজার ২৬৬ জন রয়েছেন। সম্প্রতি ইউজিসির প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা, ব্যয়, প্রকাশনা ও অনুপাত থেকে এমন তথ্য পাওয়া গেছে। 

পরিসংখ্যান অনুযায়ী দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যায় এবারও এগিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে ৩৫ হাজার ৬৯৬ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৮ হাজার ৪৮১, তৃতীয় সর্বোচ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ২১ হাজার ২১ এবং চতুর্থ সর্বোচ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৭ হাজার ২৮২।

আরও পড়ুন: মেরিটাইমে সবোর্চ্চ সোয়া ৫ লাখ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন ৭৯৫, ঢাবি-বুয়েটসহ অন্য বিশ্ববিদ্যালয়ে কত?

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। এ বাড়ার হার প্রায় ১ দশমিক ৫৪ শতাংশ। ২০২২ সালে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ১৮৮ জন। আর ২০২৩ সালে ৪ হাজার ৫০৮ জন শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৯৬ হাজার ৬৯৬ জনে। 

শিক্ষার্থী সংখ্যায় প্রথম ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা- ঢাকা বিশ্ববিদ্যালয় – ৩৫,৬৯৬, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – ২৮,৪৮১, রাজশাহী বিশ্ববিদ্যালয় – ২১,০২১, জগন্নাথ বিশ্ববিদ্যালয় – ১৭,২৮২, ইসলামী বিশ্ববিদ্যালয় – ১৪,৮৯২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় – ১৪,৬২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ১০,৭৫৫, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্ – ৯,৭২০, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৯,৪৩৬ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে – ৯,০৭১ জন শিক্ষার্থী রয়েছেন। 

এছাড়াও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৮,৭০৮, খুলনা বিশ্ববিদ্যালয় – ৮,৩৯১, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় – ৭,৮১৪, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৭,৭৭৭, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৭,৭২৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ৭,৪২৬, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় – ৭,২৭৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর – ৭,০৫০, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ৬,৬৮৩ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে – ৬,১৬১ জন শিক্ষার্থী রয়েছেন।