আলিয়া মাদ্রাসার খেলার মাঠ বুঝিয়ে দেওয়ার আহবান আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার খেলার মাঠ তাদের বুঝিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামছুল আলম। তার এমন বক্তব্যে শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয় আলিয়া মাদ্রাসার অডিটোরিয়াম। তারা স্লোগানে স্লোগানে বলেন, ‘এই মাঠ আমাদের, এই মাঠ আলিয়ার’।

আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেছেন, ‘আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা আমাদের দেশপ্রেমিক হওয়া শিখিয়েছে। নৈতিকতা অবক্ষয় থেকে বের হতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনীস্বীকার্য।’ 

আরও পড়ুন: ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, দিনের ভোট রাতে হবে না’

এ সময় উপাচার্য মাদ্রাসায় অনার্স বিষয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল ইসলাম আবরারের কাছে শিক্ষক সংকট দূর করার আহবান জানান। তিনি বলেন, ‘আলিয়া মাদ্রাসা থেকে কোনও জঙ্গি তৈরি হয়নি। বরং আলিয়া মাদ্রাসা থেকে যুগে যুগে অসংখ্য গুনী-জ্ঞানী ব্যক্তি তৈরি হয়েছে। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসা পড়ে আমরা ঠকিনি।’