‘আপা সিনড্রোম’—এই মানসিক ব্যাধির চিকিৎসা হয়তো আপনারও লাগবে

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম © ফাইল ফটো

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা ব্যক্তিগত লাভের জন্য শেখ হাসিনাকে রক্ষা করে বা তার প্রশংসা করে চলেছেন; তাদের বুঝতে হবে আপনার হাতে রক্ত ​​লেগে আছে। আজ হোক অথবা কাল হোক, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসকদের একজনের এই জনসমক্ষে শ্রদ্ধা আপনার সুনাম নষ্ট করবে, যদি আপনার পুরো ক্যারিয়ার নাও হয়। আর এজরা পাউন্ডের মতো—যিনি ফ্যাসিবাদকে সমর্থন করার জন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন, আপনিও একদিন হয়তো নিজেকে আপা সিনড্রোমের চিকিৎসার জন্য খুঁজতে দেখবেন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে তিনি এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল কিনা তা নিয়ে আপনারা সর্বদা বিতর্ক করতে পারেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তা প্রয়োজন ছিল। আমাদের জুলাই বিপ্লবীদের হত্যায় আওয়ামী লীগের কর্মীরা জড়িত ছিল তার অবিসংবাদিত প্রমাণ রয়েছে। তবুও, কেউ যুক্তি দিতে পারেন যে এই নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয় ছিল অথবা সত্যিকার অর্থে গণতান্ত্রিক জাতির দিকে আমাদের উত্তরণের পথে প্রতিকূলতা ছিল।

আরও পড়ুন: ফেসবুকে ছড়িয়ে পড়া বিএনপির প্রার্থী মনোনয়নের তালিকাটি ভুয়া

তিনি আরও বলেন, তবে, বিতর্কের বিষয়টি হল জনসমক্ষে হাসিনার প্রশংসা করা—একজন গণহত্যাকারী। এটি আলোচনার অযোগ্য। তার বিরুদ্ধে প্রমাণ অপ্রতিরোধ্য। এই ধরনের নৃশংসতার জন্য দায়ী কাউকে প্রকাশ্যে প্রশংসা করা আপনাকে আমাদের জনগণের উপর সংঘটিত বর্বরতা এবং হত্যাকাণ্ডে সহযোগী করে তোলে। আধুনিক সভ্যতা, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ব্যবস্থা এই নীতির উপর নির্মিত যে আমাদের গণহত্যাকারীদের বৈধতা দেওয়া উচিত নয়।

প্রসঙ্গত, এজরা পাউন্ড একজন আমেরিকান কবি এবং সমালোচক। আমেরিকার এই নাগরিক ১৯৪৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত প্রায় ১২ বছর ওয়াশিংটন ডিসির একটি মানসিক হাসপাতালে আটক রাখা হয়েছিল। তিনি তখন একজন ফ্যাসিবাদী প্রচারক হিসেবে ইতালির হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত ছিলেন।