জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু শুরু
- ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের অধীনে বিভিন্ন কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে ইস্যু করা হবে। এ কার্যক্রম শুরু আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪টা থেকে এবং চলবে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের নিয়মাবলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions/regicard) থেকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ College Login অপশনে গিয়ে প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন। পরবর্তীতে শিক্ষার্থীর ছবি ও তথ্য যাচাই শেষে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। অধ্যক্ষ শিক্ষার্থীর ছবির ওপর সিলও প্রদান করবেন।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংয়ে ঢাকায় একজন শিক্ষার্থীর খরচ কত?
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
ভুল ছবি ব্যবহার করে ভর্তি হওয়া শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এবং ছবি পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না। রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নাম বা পিতার নামের কোনো ভুল থাকলে তা ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সংশোধনের আবেদন করতে হবে।
পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে কোনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট), প্রিলিমিনারি মাস্টার্স বা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ইতোমধ্যে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হয়ে থাকলে তার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশনা
যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের জন্য Password সংগ্রহ করেনি, তাদের কলেজ কোড, নাম, ঠিকানা, নিবন্ধিত মোবাইল নম্বর ও সঠিক ই-মেইল ঠিকানাসহ আবেদনপত্র ডিন দপ্তরের অফিসিয়াল ই-মেইলে (pgdeanoffice@gmail.com) পাঠাতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password পাঠানো হবে। পূর্ববর্তী শিক্ষাবর্ষে প্রদত্ত User ID ও Password কার্যকর থাকবে।