এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন এক কোটি ১৭ লাখ প্রার্থী
- ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২
একটি বিশেষ ও ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক কোটি ১৭ লাখের বেশি প্রার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে নিবিন্ধন সনদ পেয়েছেন প্রায় সাড়ে সাত লাখ প্রার্থী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির কার্যালয়ে চলা কর্মশালায় এমন পরিসংখ্যান তুলে ধরা হয়। এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মশালায় উপস্থাপক ছিলেন এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এরাদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) নূরে আলম সিদ্দীকি।
কর্মশালায় জানানো হয়, একটি বিশেষ ও ১৮টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জনকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়েছে। সনদ প্রাপ্তদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: সাড়ে ৭ লাখ প্রার্থীকে নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ
মোট ১৯টি নিবন্ধন পরীক্ষায় প্রার্থী ছিলেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ম থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এখন পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।