৪৭তম বিসিএস-এ এক পরীক্ষার্থীর প্রার্থীতা বাতিল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © টিডিসি ফটো

৪৭তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি টেস্ট চলাকালে নকলের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে শাস্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্রে হাতে লিখে নকলের চেষ্টা করায় ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগ ব্রাক ইউনিভার্সিটির শিক্ষকের বিরুদ্ধে, ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী

কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে ঐ বছর এবং পরবর্তী এক বছরের জন্য বিপিএসসি কর্তৃক আয়োজিত যে কোনো পরীক্ষা ও কমিশনের বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।