বিস্ফোরক আইনের মামলায় পলাতক মোরাদ গ্রেপ্তার
- ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের নেতা মোরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পালানোর চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের নজরে আসেন মোরাদ হোসেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, ‘মোরাদ হোসেন ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন। তাকে এখন থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
স্থানীয় রাজনৈতিক মহলের সূত্র অনুযায়ী, মোরাদ হোসেন এক সময় আখাউড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। মোরাদ হোসেনের গ্রেপ্তারকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।