দলের লোগো পরিবর্তন নিয়ে যা জানালেন জামায়াত সেক্রেটারি
- ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
প্রায় এক দশক পর আবার লোগো পরিবর্তনের পথে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সর্বশেষ ২০১৬ সালে লোগো পরিবর্তনের পর দীর্ঘদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে দলের আমির ডা. শফিকুর রহমানের পেছনে দেখা যায় নতুন লোগো ও পতাকা।
লোগো পরিবর্তনের ব্যাপারে জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা লোগো পরিবর্তনের কাজ করছি, এটা সত্যি। তবে আপনারা যেটা দেখেছেন, সেটি এখনো চূড়ান্ত নয়।’
আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ৫ হাজার প্রার্থীর কপাল খুলছে
তিনি বলেন, ‘লোগোতে আরও কিছু পরিবর্তন ও সংযোজন করা হবে। আমরা বিভিন্ন বিকল্পের মধ্য থেকে একটি লোগো খুব শিগগিরই চূড়ান্ত করব। চূড়ান্ত সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’
ভাইরাল হওয়া লোগোটিতে সবুজ রঙের পটভূমির মাঝে কিতাবের ওপর উদিত সূর্য এবং তার ওপরে একটি কলম স্থাপন করা হয়েছে। কলমটিকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কিতাবের দুই পাশে দেখা গেছে একটি অর্ধপরিবৃত্ত, যা প্রতীকীভাবে প্রবেশদ্বারের রূপ ধারণ করেছে।
এর আগে ২০১৬ সালে গম্বুজের মধ্যে ‘আল্লাহ’ লেখা ও দলীয় প্রতীক সম্বলিত একটি লোগো ব্যবহার করা হয়েছিল, যেখানে নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বীন’ (দ্বীন প্রতিষ্ঠা কর)। একই বছরের ৭ জুন এক পর্যায়ে লাল-সবুজ ব্যাকগ্রাউন্ডে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ লেখা একটি সংস্করণও ব্যবহার শুরু হয়, তবে কোনো সময়েই লোগো পরিবর্তন বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।