পালিয়ে গেছে ২৭ মাদকাসক্ত, নানা অভিযোগে বন্ধ অর্পণ পুনর্বাসন কেন্দ্র
- ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১
চাঁদপুরে অর্পণ মাদকাসক্ত ও নিরাময় পুনর্বাসন কেন্দ্র শুরু থেকেই নানা অভিযোগ ও বিতর্কের কেন্দ্রে ছিল। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ২৭ জন মাদকাসক্ত স্টাফদের মারধরের পর ভবনের ছাদ বেয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির নামের সঙ্গে ‘পুনর্বাসন’ থাকলেও বাস্তবে সেখানে চলছিল অমানবিক আচরণ, মারধর এবং শৃঙ্খলার অভাব। প্রায় ৪০–৪২ জন আসক্তিকে এক ছোট ফ্ল্যাটে গাদাগাদি করে রাখা হতো, নিম্নমানের খাবার সরবরাহ করা হতো, এবং পরিবারিক যোগাযোগে বাধা দেওয়া হতো। মাসিক ১৪–১৮ হাজার টাকা নিলেও পরিবেশ ও সেবার মান ছিল ন্যূনতমেরও কম।
আরও পড়ুন: চুয়েটে ভর্তি কার্যক্রম বন্ধ ঘোষণা
স্থানীয়রা জানান, মালিক রাজনৈতিক প্রভাব ব্যবহার করে কেন্দ্র পরিচালনা করতেন। পূর্ববর্তী প্রশাসনিক সতর্কবার্তাও তারা মানেনি। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, ইতোমধ্যেই কেন্দ্রের দরজা তালাবন্ধ করা হয়েছে এবং ২–৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অমানবিকতার এই চক্র ভাঙতে প্রশাসনিক তদারকি ও কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা হোক। একজন মাদকাসক্তও পরিবারের একমাত্র ভরসা হতে পারে, তাই এমন প্রতারণামূলক কেন্দ্রের কার্যক্রম বন্ধ করা অত্যন্ত জরুরি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।