গোবিপ্রবিতে সীরাত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৯
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত হলো সীরাত কুইজ প্রতিযোগিতা ২০২৫। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের ২০৩ নম্বর কক্ষে এ আয়োজন করে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামিক শিক্ষাবিষয়ক এই আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পেয়েছেন।
একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, ‘রাসূল (সা.)-এর জীবনচরিত জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কুইজ আয়োজন আমাদের আরও জানতে আগ্রহী করে তুলেছে। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ভারত পালানোর চেষ্টা ব্যর্থ, সীমান্তে আটক
প্রতিযোগিতার বিষয়ে আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উপদেষ্টা সাইফুল্লাহ বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি। রাসূল (সা.)-এর জীবন এমন এক আদর্শ, যেখান থেকে প্রত্যেক মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা পেতে পারে। আমরা চাই, এই জ্ঞানের আলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ুক।’
তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামের সীরাতভিত্তিক শিক্ষাকে আরও গুরুত্ব সহকারে উপস্থাপন করা প্রয়োজন। আমাদের ক্লাব সে লক্ষ্যেই কাজ করছে। আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ইসলামিক আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশা রাখছি।’