গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএমবি বিভাগ

প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক ‘প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের আইন বিভাগের মুট কোর্ট রুমে ২২টি দলের দীর্ঘ লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে ‘এই সংসদ (বাংলাদেশ), উন্নয়নের বিপরীতে সংস্কারের গল্পে আজ অনুতপ্ত’ বিষয়ে সরকারদলীয় পক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে হারিয়ে বিজয়ী হয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং সেরা বির্তাকিক নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শাফায়েত উল্ল্যাহ।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান, মডারেটর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জুবায়ের হোসেন, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, মবিন মজুমদার, বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। এ ছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. বদরুল ইসলাম, আইন অনুষদের ডিন ও গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক ড.মো. রাজিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে ডিবেটিং সোসাইটির বার্ষিক ম্যাগাজিন ‘সাম্য’-এর মোড়ক উন্মোচন করা হয়।

এ আয়োজনের আহ্বায়ক মো.ইমন হোসেন বলেন, ‘এই প্রতিযোগিতা শুধু বিতর্কে বাগ্মিতার আসর নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, গণমানুষের মুক্তির জন্য কণ্ঠস্বর তোলা এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন জাগানোর এক প্রেরণাদায়ক আয়োজন।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে কিছু ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ অলীক তথ্য ছড়াচ্ছে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, ‘যত বেশি এ ধরনের অ্যাক্টিভিটি হবে, এটা ফোকাস হবে। আমরা আসার পর এ ধরনের অনেকগুলোই প্রতিযোগিতা করেছি।  আগামী অক্টোবরে আমাদের এক বছর পূর্ণ হবে, তখন আমরা একটা ওপেন সেমিনারের আয়োজন করব এবং কী কী অর্জন কী কী ব্যর্থতা, সেগুলো উল্লেখ করা হবে আমরা স্বীকার করে নেব। এভাবে সবার একটা ধারণা সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দের জন্য বিভিন্ন চেষ্টা করছি। এই চেষ্টাগুলোর একটা বড় অংশ হিসেবে একটা সুখবর হয়তো হতে যাচ্ছে, যা আমরা ৫০ কোটি টাকার একটা বাজেট পেতে যাচ্ছি,  ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন ২৫ কোটি টাকা দেওয়ার জন্য পারমিট করে মিনিস্ট্রি অব এডুকেশন। এটা আমাদের অন্যান্য বাজেটের বাইরে, যেখানে আমাদের লেগিংসগুলো, আছে সেগুলো এড্রেস করার জন্য।’

উল্লেখ্য, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে পারদর্শী, যুক্তিদানের কৌশল, পাবলিক স্পিকিং ও চিন্তাধারার সৃজনশীলতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে  ‘প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান, ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’।