স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ জাপানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

জাপানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই
জাপানে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © প্রতীকী ছবি

সূর্যদয়ের দেশ বলা হয় জাপানকে। দেশটি স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু। চমৎকার নিরাপত্তা, উন্নত জীবনমান এবং পড়াশোনার পরিবেশ জাপানকে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষস্থানে রেখেছে। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে দিয়ে থাকে বিভিন্ন স্কলারশিপ। তেমনই একটি প্রতিষ্ঠান হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন।

জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে পড়তে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

মোট ১০ শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেয়া হবে। এছাড়া উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ইয়েন পাওয়ার সুযোগ রয়েছে। দেওয়া হবে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচও। স্নাতকোত্তর ও পিএইচডিতে ১ থেকে ৫ বছর মেয়াদি এ স্কলারশিপ পাওয়া যাবে।

তবে যাদের জাপানি নাগরিকত্ব আছে তারা আবেদন করতে পারবেন না। স্নাতকোত্তরে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডির জন্য এ সীমা ৩৫ বছর।

সুযোগ-সুবিধা—

হোনজো আন্তর্জাতিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য ব্যাপক আর্থিক ও একাডেমিক সহায়তা প্রদান করে:

১. পূর্ণ টিউশন ফি মওকুফ;

২. জাপানে যাওয়ার জন্য ট্রাভেল গ্র্যান্ট দেওয়ার সুযোগ থাকতে পারে;

৩. মাসিক ভাতা—

*১ বা ২ বছরের কোর্সের জন্য ২ লাখ ৩০ হাজার ইয়েন;

*৩ বছরের কোর্সের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন;

*৩ বছরের কোর্সের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন;

*৪ বা ৫ বছরের কোর্সের জন্য ১ লাখ ৮০ হাজার ইয়েন;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*জাপানে স্নাতক করেছেন এমন শিক্ষার্থীরাও আবেদনের যোগ্য;

*জাপানি নাগরিকত্ব থাকলে আবেদন করা যাবে না;

*শিক্ষার্থীকে অবশ্যই জাাপনের একটি গ্র্যাজুয়েট স্কুলে ২০২৬ সালের এপ্রিলের মধ্যে কোর্স শুরু করতে হবে;

*স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*হোনজো ফাউন্ডেশন কর্তৃক অন্য কোনো বৃত্তি পেলে এই বৃত্তি পাওয়া যাবে না;

*স্নাতকোত্তরে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে;

*পিএইচডিতে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে;

*কোর্স শেষে নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে;

*জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

যেসব নথি লাগবে—

আবেদনের জন্য নিচের নথিগুলো জমা দিতে হবে:

১. পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি;

২. দুই মিনিটের ভিডিও, যেখানে আবেদনকারী তার গবেষণা পরিকল্পনা ব্যাখ্যা করবেন;

৩. অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট (স্নাতক পর্যায়ের ট্রান্সক্রিপ্ট জাপানি বা ইংরেজিতে হতে হবে। অন্য ভাষায় হলে অনুবাদ করে জমা দিতে হবে);

৪. গবেষণা প্রস্তাব, যেখানে উল্লেখ থাকবে—

*গবেষণার বিষয়;

*কীভাবে গবেষণার ফলাফল নিজ দেশের উন্নয়নে সাহায্য করবে;

*অ্যাকাডেমিক, গবেষণা ও সামাজিক কার্যক্রমে অর্জন;

৫. সুপারভাইজারের সুপারিশপত্র;

৬. ভর্তির চিঠি বা গ্রহণপত্র;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে লগ ইন করতে এখানে ক্লিক করুন।

বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫।