কলেজ শিক্ষকদের সিপিডি ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ স্থগিত
- ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২
কলেজ শিক্ষকদের জন্য কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাঠদানকারী কলেজের শিক্ষকদের জন্য জেলা পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) শিরোনামে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ সেপ্টেম্বর মাসে ৫ (পাঁচ) দিনব্যাপী ফেস- টু-ফেস ম্যুডে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত ছিল। কক্সবাজার ও নিকটবর্তী অন্য জেলার কলেজগুলোর শিক্ষকরা এতে অংশ নেবেন বলে জানানো হয়।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, শীঘ্রই কমিশন গঠন
অনিবার্য কারণবশত: কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এ প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত হলে নতুন সময়সূচী উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। শিক্ষক প্রশিক্ষণ অফিসিয়াল ফেসবুক পেজ: http://www.facebook.com/ttnubdOfficial।