সিআইডির ওপর হামলা, আটক এক

যশোরে সিআইডির উপর হামলা
যশোরে সিআইডির উপর হামলা © টিডিসি ফটো

যশোর শহরের রাজারহাট এলাকায় সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) পুলিশের ওপর হামলার ঘটনায় চিহ্নিত মাদককারবারি তুষারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, তুষারকে দুইটি মামলায় আটক দেখানো হয়েছে এবং তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: বাসে পবিপ্রবি অধ্যাপক লাঞ্ছিত—‘তোদের মেরে ফেললেও কিছুই করতে পারবি না’, শিক্ষার্থীদের হুমকি হেলপারের

মামলা সূত্রে জানা যায়, তুষার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার তাকে আটকের পর সিআইডি পুলিশ তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। কিন্তু এরপরই তুষারের সহযোগীরা সিআইডির সদস্যদের ওপর হঠাৎ হামলা চালায় এবং তাকে বলপ্রয়োগে ছিনিয়ে নেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়। পরে অভিযানে তুষারকে পুনরায় আটক করে পুলিশ। অভিযানের সময় তার বাড়ি থেকে তুষারের পরিহিত পোশাকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল হাসনাত আরও বলেন, `ঘটনার পরপরই তাকে আটকের পাশাপাশি তার বাড়িতে অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করে ধরতে কাজ করছে পুলিশ।'

এদিকে, সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, `এটি একটি স্পর্শকাতর ও গুরুতর অপরাধ। সিআইডির ওপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার ওপরই আঘাত। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের একটি বিশেষ টিম ইতোমধ্যে তদন্তে মাঠে নেমেছে।'