কুবিতে বানরের আঁচড়ে শিক্ষকসহ আহত ৭
- ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের আক্রমণে শিক্ষকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ম. জিয়া উদ্দীন।
হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক জানান, ‘সকালে মিডটার্ম পরীক্ষায় যাওয়ার তাড়াহুড়োর মধ্যে হঠাৎ একটি বানর এসে খামচি দেয়। সঙ্গে সঙ্গে হালকা রক্তপাত শুরু হয়।’
আহতদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. মাহমুদুল হাসান খান জানান, ‘আমরা সাতজন আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু বানরের র্যাবিস থাকার সম্ভাবনা রয়েছে, তাই জলাতঙ্ক প্রতিরোধে সবাইকে সদর হাসপাতালে রেফার করেছি।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না জুলিয়াস সিজার
এ বিষয়ে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ বলেন, ‘একজন স্টাফ বানরের আঁচড়ে আহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে শিক্ষার্থীদের আঁচড়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানিয়েছি। তারা বানরটিকে নিরাপদভাবে সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় মাঝে মধ্যেই বানরের উপদ্রব দেখা যায়, তবে এতটা আক্রমণাত্মক আচরণ এর আগে দেখা যায়নি।