প্রধান শিক্ষক নিয়োগের সার্কুলারে বিভাগীয় প্রার্থিতা না রাখায় তরুণরা হতাশ: শামছুদ্দীন মাসুদ
- ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪
দেশের প্রায় ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন ‘সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। এসব পদে সরাসরি শতভাগ পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। তিনি বলেন, ‘এ পদগুলোতে সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাত্রা ২১শ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে?’
তিনি বলেন, যেখানে দীর্ঘদিন প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ, সেখানে পদোন্নতি সমস্যা সমাধান না হওয়ার আগে সরাসরি নিয়োগের সার্কুলার সহকারী শিক্ষকদের হৃদয়ে আঘাত করেছে। কনসালটেশন কমিটির রিপোর্টে শতভাগ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ ৮০ শতাংশ বাস্তবায়নের পথে আছেন। এই ৮০ শতাংশ নির্ধারণ হওয়ার পর ২০ শতাংশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেত।’
আরও পড়ুন: একাদশে তৃতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
কর্তৃপক্ষ তা না করে সরাসরি নিয়োগের সার্কুলার দিলেন এবং সেখানে বিভাগীয় প্রার্থিতার সুযোগ না রাখায় তরুণ শিক্ষকরা হতাশ হয়েছে উল্লেখ করে মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘এ ইস্যুতে শিক্ষকরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। আমরা চাই, কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়নে কর্তৃপক্ষের আন্তরিকতা। প্রয়োজনে তা ধাপে ধাপে হোক। আর পদোন্নতির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোন সরাসরি নিয়োগ নয়।’