জাকসু নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থী ১৭৯ জন

সংবাদ সম্মেলনে নির্বাচন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম
সংবাদ সম্মেলনে নির্বাচন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম © টিডিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন্ন এ নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৩৩ জন ও নারী প্রার্থী ৪৬ জন। তবে সাধারণ পদগুলোতে নারী প্রার্থীর উপস্থিতি তুলনামূলকভাবে কম, সংরক্ষিত পদেই তাদের অংশগ্রহণ বেশি। 

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নারীদের জন্য সংরক্ষিত পদগুলো ছাড়া সাধারণ পদসমূহে তাদের প্রতিদ্বন্দ্বিতা উল্লেখযোগ্যভাবে কম।কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন নারী প্রার্থী ও ১৩৩ জন পুরুষ প্রার্থী। ৪৬ জন নারী প্রার্থীর মধ্যে ৩৫ জনই সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাধারণ পদগুলোতে মাত্র ১১ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩

প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে ১০ জন। তালিকা অনুযায়ী ভিপি পদে নারী প্রতিদ্বন্দ্বী নেই। সাধারণ সম্পাদক (জিএস) পদে দুজন নারী প্রতিদ্বন্দ্বীসহ মোট ৯ জন প্রার্থী। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) ৬ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী। এর মধ্যে ২ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৫ জন পুরুষ ও ১ জন্য নারী প্রার্থী। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোট ৮ জন নির্বাচন করবেন। তবে নেই কোনো নারী প্রার্থী। সাংস্কৃতিক সম্পাদক পদে ৭ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৬জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নাট্য সম্পাদক পদে ৪জন পুরুষ প্রার্থী ও ১ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মৌসুমী, জাকসুর ছাত্রদল মনোনীত প্রার্থী

তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মোট ৭ জন প্রার্থী থাকলেও নেই কোনো নারী প্রতিদ্বন্দ্বী। সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ৮ জন প্রার্থীর মধ্যে ১ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-সমাজসেবা সম্পাদক পুরুষ ও নারী পদে ৭ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ক্রীড়া সম্পাদক কোনো নারী প্রার্থী থাকলেও ৩ জন পুরুষ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সহ-ক্রীড়া (পুরুষ) ও সহ-ক্রীড়া (নারী) উভয় পদের জন্য ৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পদে নাই কোনো নারী প্রার্থী। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ১ জন নারীসহ মোট ৭ জন প্রতিদ্বন্দিতা করবেন।

এ ছাড়া কার্যকরী সদস্য (নারী) ৩ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৬ জন প্রার্থী। কার্যকরী সদস্য (পুরুষ) ৩ পদের জন্য মোট ২৬ জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।